আমাদের সম্পর্কে

DR Fashion – পরিচিতি

DR Fashion একটি বাংলাদেশভিত্তিক অনলাইন ফ্যাশন ব্র্যান্ড, যা আধুনিক ডিজাইন, মানসম্মত কাপড় এবং সাশ্রয়ী মূল্যে পোশাক সরবরাহের লক্ষ্যে কাজ করছে। আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য, ট্রেন্ডি ও আরামদায়ক পোশাক পৌঁছে দেওয়া।

আমরা প্রধানত পোশাকজাত পণ্য বিক্রি করে থাকি এবং প্রতিটি পণ্য নির্বাচনের ক্ষেত্রে কাপড়ের মান, ফিটিং ও ফিনিশিং–এর প্রতি বিশেষ গুরুত্ব দিই। DR Fashion–এর প্রতিটি পণ্য সরাসরি যাচাই-বাছাই করে সংগ্রহ করা হয়, যাতে গ্রাহক তার মূল্যের সর্বোচ্চ মান পান।

DR Fashion কীভাবে কাজ করে

অনলাইন অর্ডার গ্রহণ
গ্রাহক আমাদের ওয়েবসাইট বা অনলাইন স্টোরের মাধ্যমে সহজেই পছন্দের পণ্য অর্ডার করতে পারেন।

অর্ডার যাচাই ও কনফার্মেশন
অর্ডার পাওয়ার পর আমরা গ্রাহকের তথ্য যাচাই করে অর্ডার কনফার্ম করি, যাতে ডেলিভারিতে কোনো সমস্যা না হয়।

প্যাকেজিং ও কুরিয়ার বুকিং
অর্ডার কনফার্ম হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সুন্দর ও নিরাপদভাবে প্যাকেজ করে কুরিয়ারে বুকিং করা হয়।

দ্রুত ডেলিভারি
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়, যেখানে গ্রাহক ডেলিভারির সময় পণ্য যাচাই করার সুযোগ পান।

কাস্টমার সাপোর্ট ও বিক্রয়োত্তর সেবা
DR Fashion গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কোনো সমস্যা বা ত্রুটি থাকলে আমাদের নির্ধারিত নীতিমালা অনুযায়ী রিটার্ন, রিফান্ড বা রিপ্লেসমেন্ট সুবিধা প্রদান করা হয়।

আমাদের অঙ্গীকার

মানসম্মত পোশাক

সৎ ও স্বচ্ছ ব্যবসা পদ্ধতি

নির্ভরযোগ্য ডেলিভারি

দ্রুত কাস্টমার সাপোর্ট

DR Fashion বিশ্বাস করে, বিশ্বাস ও গুণগত মানই একটি ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি। আমরা প্রতিদিন সেই বিশ্বাস ধরে রাখার জন্য কাজ করছি।